২৬ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এইচ কে হাসনা আক্তার : কুমিল্লার মেঘনা উপজেলার সাবেক কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন জয় মিয়া ( অনুমান ৬৮) মারা গেছে ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন আকাশের ফেসবুক ওয়াল থেকে এ খবর জানা যায়। আকাশের সাথে যোগাযোগ করলে তিনি বলেন গতকাল ব্যক্তিগত কাজে মেঘনায় আসেন গতকাল মঙ্গলবার বিকেলে আমরা একসাথে ছিলাম আমি ঢাকায় চলে আসি কিন্তু জয় ভাই উনার গ্রামের বাড়ি লস্তিমানিকা গ্রামে থেকে যায়। বাড়িতে উনার পরিবারের কেউ থাকেনা ফলে একাই ঘুমিয়ে ছিলেন হয়তো, আশপাশের এক মহিলা জয় মিয়া ভাইয়ের মোবাইল দিয়ে সকালে আমাকে ফোন করে তার মৃত্যুর সংবাদ টি জানান। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা জানিনা, রাতে যে কোন সময় হতে পারে। এ দিকে মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ বলেন আপনার কাছ থেকেই সংবাদটি শুনলাম খুবই দূ:খ জনক এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছেনা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আওয়ামিলীগ ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।