গজারিয়ার হোসেন্দীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আজ শুক্রবার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে লসকরদী গ্রামে ঘরের আরার সাথে ঝুলিয়ে থাকা গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ । তার নাম কুহিনুর।
জানাযায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের মহিলা ইউ পি সদস্যের বাড়ীতে প্রায় ৩ মাস যাবত ভাড়া থাকতেন এক দম্পতি, আজ শুক্রবার সকাল ৯টায় বাড়ীর মালিক(ইউ পি সদস্য) কে ডাকাডাকি করতে থাকে ইউ পি সদস্য ঘরে থেকে বেরিয়ে আসলে নিহতের স্বামী বলেন আন্টি কুহিনূর দরজা খুলছেনা, ইউ পি সদস্য সাথে কথা বললে তিনি যানায় ডাকডাকির অনেক চেস্টের পর দরজা ভেঙে দেখতে পাই কুহিনূরের লাশ জুলন্ত,
আমি সাথে সাথে দরজায় তালা লাগিয়ে প্রথমে চেয়ারম্যান মনিরুল হক মিঠু কে ফোনে জানাই পরে পুলিশ কে ফোন দেই,
প্রতিবেশি সুএে জানা যায় এই দম্পতির প্রায় সময়ই ঝগড়া হতো,
মৃত্যের শশুর বলেন কয়েক মাস আগে আমার ছেলে মেয়েটাকে নিয়ে আসে আমাকে বাবা বলে ডাকে ছেলেকে জিজ্ঞেস করলে বলে আমি কুহিনূরকে বিয়ে করেছি, পরে আমি মেনে নেই, আমরা গরিব আমি রিক্সা চালাই আমার ছেলে মিশুক চালায় আমার ৫ ছেলে মেয়ের মধ্যে সুমন বড়,
খবর দেয়ার ২ ঘন্টা পর পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তালা খুলে লাশ উদ্ধার করে,
পুলিশ যানায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে পরে,
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।