May 6, 2024, 4:07 pm
সর্বশেষ:
নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন

করোনা: হোমনা থানা পুলিশ সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য পৌঁছে দিবে জনগণের দরজায়

৬ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা :
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনসাধারণকে ঘরে ফেরাতে জেলা পুলিশের ব্যবস্থাপনায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লার হোমনা থানা পুলিশ।

নানা অযুহাতে সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে ঝুঁকিতে ফেলছে নিজেকে, পরিবারকে, সমাজ ও গোটা দেশকে।

এই ঝুঁকি মোকাবেলায় জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম জেলার ১৮টি থানায় সোমবার ‘‘আপনার পুলিশ আপনার দরজায়’’ -সাশ্রীয় মূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকান কার্যক্রমের উদ্বোধন করেন।

পুলিশের এই ভ্রাম্যমাণ দোকান গ্রামে গ্রামে গিয়ে বাজার দরে নিত্যপণ্য বিক্রয় করবে। প্রয়োজনে ফোন করেও তাদের কাছে থেকে পণ্য কিনতে পারবে মানুষ।

সূত্রে জানা গেছে, বাজারের ব্যবসায়ীদের মধ্য থেকেই প্রতিদিন একেকজন ব্যবসায়ী পুলিশের নিজস্ব গাড়িতে ও তাদের সার্বিক সহযোগিতায় পণ্য বিক্রির এ সুযোগ পাবেন।

ঘরে বসে প্রতিজন প্রতিদিন সর্বোচ্চ ০৫ কেজি চাল ৪০ টাকা দরে, তেল ৯০ টাকা দরে ০১ লিটার, পেঁয়াজ ৩৫ টাকা দরে ০১ কেজি, সাবান ৩০ টাকার লাইফবয় ০১টি, আলু ০২ কেজি ২০ টাকা দরে, মসুর ডাল ০১ কেজি ৭৫ টাকা দরে এসব নিত্যপণ্য ক্রয়ের সুযোগ পাবে।

হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ এবং পরিদর্শক (তদন্ত) আমিনুর রসুলের সরাসরি তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উপজেলা পর্যায়ে এতে সহযোগিতা করছেন বাজার ব্যবসায়ী সমিতি।

এ ব্যাপারে এএসপি মো. ফজলুল করিম বলেন, পুরো জেলায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন। আমাদের পুলিশ সুপারের উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব শ্রেণিপেশার লোককে ঘরে রাখার উদ্দেশ্যে আমরা এ কার্যক্রম চালু করেছি।

আমাদের গাড়ির ব্যানারে একটা মোবাইল নম্বর দেওয়া আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কারো দরকার হলে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরইা পৌঁছে দেব। আমরা চেষ্টা করছি, বাজার থেকে আরও কম মূল্যে ভালো জিনিস কীভাবে জনগণের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া যায়। করোনাভাইরাসের প্রভাব যতদিন থাকবে ততদিনই এ কার্যক্রম চালু রাখার ইচ্ছা আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা