April 30, 2024, 10:43 pm
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

হোমনা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

২০ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় হতদরিদ্র ঘর বন্দী মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ সহায়তা দিলেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ। এই সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিলেন তিনি।

আজ সোমবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা সদরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এই ত্রাণসামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি হতদরিদ্র ,অসহায় মানুষের প্রত্যেককে ৬ কেজি চাল ও ২ কেজি করে আলু বিতরণ করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, পর্যায়ক্রমে হোমনা ও তিতাস উপজেলায় ৩০ মে.টন চাল এবং ১০ মে.টন আলু বিতরণ করা হবে। প্রয়োজনে এই ত্রাণ আরও বাড়তে পারে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, দপ্তর সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, আবুল কাশেম প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, সাবেক কমিশনার মানিক মিয়া ইমন, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান টিপু, যুবলীগ নেতা জুয়েল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা