২০ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় হতদরিদ্র ঘর বন্দী মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ সহায়তা দিলেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ। এই সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিলেন তিনি।
আজ সোমবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা সদরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এই ত্রাণসামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি হতদরিদ্র ,অসহায় মানুষের প্রত্যেককে ৬ কেজি চাল ও ২ কেজি করে আলু বিতরণ করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, পর্যায়ক্রমে হোমনা ও তিতাস উপজেলায় ৩০ মে.টন চাল এবং ১০ মে.টন আলু বিতরণ করা হবে। প্রয়োজনে এই ত্রাণ আরও বাড়তে পারে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, দপ্তর সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, আবুল কাশেম প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, সাবেক কমিশনার মানিক মিয়া ইমন, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান টিপু, যুবলীগ নেতা জুয়েল প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।