১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
এম,এইচ,আল-মামুন :
কুষ্টিয়া সদর উপজেলার ইবিথানাধীন ঝাউদিয়া ইউনিয়ন,বৈদ্যনাথপুর গ্রামের আব্দর রহমান ওরফে(জলিল মন্ডলকে)পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে,অভিযোগ করেন জলিল মন্ডলের স্ত্রী আয়েশা খাতুন।তিনি এ সময় সাংবাদিকদের জানান,বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের দুই দারোগাসহ( এস,আই,খসরু ও এ,এস,আই আলমগীর) ৫ জন এসে আমার স্বামীকে বলে,ঝাউদিয়া ক্যাম্পে যেতে হবে।তারা চারা বটতলা থেকে সাদা মাইক্রোতে করে তুলে কুষ্টিয়া অভিমুখে নিয়ে যায়।তারপর থেকে আমি আমার স্বামীর কোথায় কোন খোঁজ পাচ্ছি না।এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা চলছে বলে জানা যায়। জলিল মন্ডল বৈদ্যনাথপুর গ্রামের মৃত রুজদার মন্ডলের ছেলে। ক্যাম্পের এস,আই খসরুকে মুঠোফোনে প্রশ্ন করা হয় জলিলকে ধরে নিয়ে যাওয়ার কথা।কিন্তু তিনি বলেন আমি ঐ গ্রামে যাইনি এবং এ ব্যাপারে কিছু জানিনা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।