May 4, 2024, 7:48 am
সর্বশেষ:
মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

গজারিয়ায় পাঁচ স্বাস্থ্যকর্মীসহ নতুন শনাক্ত সাত

৩ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি . কম, এম ডি ওসমান : গত শুক্রবার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের কভিড-১৯ রিপোর্ট পজেটিভ হওয়ার পর আজ রোববার আরো পাঁচজন স্বাস্থ্যকর্মী সহ উপজেলায় আজ সাত জনের করোনা শনাক্ত হয়েছে।
গজারিয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তাসলিমা আনাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ৩০ এপ্রিল সাত জনের নমূনা পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল , আজ রোববার এদের সাতজনই করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন স্বাস্থ্যকর্মী ও দুই সাধারণ নাগরিক । তিনি আরো জানান, উপজেলায় মোট আক্রান্ত ১৯ জনের মধ্যে ১২ জন স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত ও একজন পোষ্য রয়েছে। ছয়জন আক্রান্ত সাধারণ নাগরিক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ নিয়ে এক মাসেরও কম সময়ে ১২ জন স্বাস্থ্যসেবা দানকারী কর্মকর্তা, কর্মচারী করোনা আক্রান্ত হলেন।
দুই চিকিৎসক শনাক্ত হওয়ার আগে তাদের কোন রূপ উপসর্গ ছিল না বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার আক্রান্তদের একজন মেডিকেল অফিসার আগের দুই দিন বুধবার ও বৃহস্পতিবার যথারীতি স্বাস্থ্যকমপ্লেক্সেরটির জরুরী ও বর্হি:বিভাগে দায়িত্বপালন করেছেন। এমন কি কোন উপসর্গ না থাকার কারণে ২৫ এপ্রিল নমূনা নেয়ার পর গত প্রায় এক সপ্তাহ তিনি সামাজিক দুরত্ব প্রতিপালন বা হোম কোয়ারেন্টাইনেও ছিলেন না ।
পজেটিভ রিপোর্ট পাওয়ার পর তার সংস্পর্শে আসা ছয়জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলেও।
আগের দুইদিন তার কাছে স্বাস্থ্য সেবা গ্রহন করতে আসা অসংখ্য মানুষ পড়েছে ঝুঁকির মুখে। গত শুক্রবার শনাক্ত মেডিকেল অফিসারের সংস্পর্শে ২৯ এপ্রিল বুধবার প্রায় বার ঘন্টা জরুরী বিভাগে দায়িত্ব পালন কারী একজন স্টাফ নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি নিজেকে শংকা মুক্ত মনে করছেন না, শুক্রবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ফোনে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যলয় সূত্রে জানা যায়, এপ্রিল মাসের ১০ তারিখে স্বাস্থ্যকমপ্লেক্সের একজন উপসহকারী মেডিকেল অফিসার,একজন নার্সের করোনা শনাক্তের পর এক মাসেরও কম সময়ের মধ্যে,
আজ রোববার পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দুইজন চিকিৎসক, একজন উপসহকারী মেডিকেল অফিসার,দুইজন নার্স , একজন ফার্মাসিস্ট ,নার্সের কলেজ পড়ূয়া কন্যা, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী,দুইজন পরিচ্ছন্নতাকর্মী, ফার্মাসিস্ট সহকারী, কমিউনিটিটি হেলথ প্রোভাইটারসহ ১২ জন স্বাস্থ্যসেবা দানকারীসহ উপজেলার মোট ১৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা