May 23, 2025, 2:29 pm
সর্বশেষ:
৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম একটি বিশেষ পথচলার নাম অটিজম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

ঠাকুরগাঁয়ে ঢাকা ফেরত তরুণসহ নতুন করোনায় আক্রান্ত ২, মোট আক্রান্ত ২১

৬ মে ২০২০, বিন্দুবাংলা টিভি.,, কম,

মোঃ আকতারুল ইসলাস আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁয়ে ২১ বছর বয়সী ঢাকা ফেরত এক তরুণ এবং পঞ্চগড় কারাগারে বিচারাধীন ঠাকুরগাঁয়ের বাসিন্দা এক কয়েদীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৩ মে ঢাকা থেকে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে নিজ বাড়িতে ফেরেন ঐ তরুণ। এরপর, করোনা পরীক্ষার জন্য ঐদিনই তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষার ফলে তার কোভিড-১৯ পজিটিভ আসে। ঢাকা থেকে ফেরার পর থেকেই তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন।

ফলাফল আসার পর গতকাল রাতেই তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে নেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন ।

পঞ্চগড় কারাগারে থাকা বিচারাধীন এক কয়েদীর শ্বাসকষ্ট শুরু হলে তাকে গত ১ মে রংপুরে স্থানান্তর করা হয়। তিনি ঠাকুরগাঁও গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। সেখান থেকে তার ৩ মে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে ঠাকুরগাঁয়ের সিভিল সার্জনকে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, ঠাকুরগাঁও জেলা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত করোনা পরীক্ষার জন্য মোট ৭২৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর ও দিনাজপুরে পাঠানো হয়। এদের মধ্যে এখন পর্যন্ত ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রংপুরে অবস্থানরত কয়েদিসহ হিসেবে করলে জেলার মোট শনাক্ত রোগীর সংখ্যা ২১ জন।

শনাক্তদের মধ্যে পাঁচ জন সুস্থ হয়ে ওঠায় তাদের ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা