• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

নাসিরনগরে সরকারি খালের উপর মার্কেট নির্মাণের মহোৎসব।

নিজস্ব সংবাদ দাতা / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

৭ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া: আদালতের কারণ দর্শানোর নোটিশ,থানা সাধারন ডায়েরী ও বিভিন্ন দপ্তরে দায়ের করা অভিযোগের কোনরূপ তোয়াক্কা না করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন ৩১৩৯ দাগের আনুমানিক প্রায় ২ একর সরকারী খাল ভরাট করে চলছে বিল্ডিং নির্মাণের মহোৎসব। ৩ সৌদি প্রবাসী ও এলাকার ৫ জন, মোট ৮জন প্রভাবশালী মিলে গ্রামের নৌ চলাচল ও পানি নিস্কাশনের সরকারী খালটি ভরাট করে মালিকানাধীন নিজস্ব মার্কেট নির্মাণের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন এলাকায় গেলে এ বিষয়ে গ্রামের সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন ওরুফে আদম রাজা, অবিদ রাজা, শওকত আলী, শাহ আলম সহ আরো অনেকেই জানান সারা গ্রামের নৌ চলাচল ও পানি নিস্কাশনের রাস্তা বন্ধ করে তারা ব্যক্তি মালিকানাধীন মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। গ্রাম বাসী বাধাদিলে তারা কোনো বাধা নিষেধ মানছে না। এ নিয়ে যে কোনো সময় প্রভাবশালীরা হলেন সৌদি প্রবাসী ধনু মিয়ার ছেলে হুমায়ন, বিল্লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া ও সাদ্দাম হোসেন সহ গ্রামের মিয়াব আলী,ধনু মিয়া, আনছর আলী, আলী আকবর, আলমগীর হোসেন। এ বিষয়ে গ্রামের শওকত আলী বাদী হয়ে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ৩১ মার্চ ২০২০তারিখে নাসিরনগর থানায় সাধারণ ডায়েরী ১২৯০ দায়ের করে। অপরদিকে গ্রামের ৮ জন বাদী হয়ে উল্লেখিত অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ৬২/২০২০ মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত অবৈধ দখলকারদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। তাছাড়াও মাননীয় জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমির বরাবরেও সরকারী খালটি উদ্ধারের জন্য গ্রামবাসীর পক্ষে পৃথক, পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। দখলকারীরা আদালতের কারণ দর্শনোর নোটিশ,থানার সাধারন ডায়েরী ও বিভিন্ন দপ্তরের অভিযোগের কোন তোয়াক্কা না করে কালভার্ট নির্মাণ করে পুরোদমে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে নাসিরনগর উপজেলাসহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন যে জায়গাটিতে কালভার্ট নির্মাণ করা হয়েছে সেটি তাদের ব্যক্তিগত জায়গা আর সরকারী জায়গা যাতে কাজ না করতে পারে সেটা আমরা বন্ধ করে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন