৮মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আ: হক :
ভ্রমন ভিসায় দুবাই যাবার পর সিদ্ধিরগঞ্জের সাংবাদিক এ এইচ ইমরান করোনার কারনে সেখানে দেড় মাস আটকা পরেন। মঙ্গলবার সকালে দুবাই থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌছলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। ইমরান গত ১৪ মার্চ ভ্রমনের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত গেলে ২০ মার্চ দেশে ফেরার কথা থাকলেও ১৯মার্চ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করায় সে আটকা পরেন।
সাংবাদিক ইমরান জানান, ১৯ মার্চ ফ্লাইট বাতিল হওয়ার পর থেকে দুবাই বিজনেস বে এলাকার এসকেপ টাওয়ার হোটেলে একা থাকতে হয়েছে। এসময় বেঁচে থাকার জন্য মানসিক যুদ্ধে লড়াই করেছি। সে এক বড় বিপদ থেকে দেশে ফিরে এসেছি। ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছি হজ্ব ক্যাম্পে। যাই হোক তারপরও শুকরিয়া মহান সৃষ্টা কর্তার নিকট।
সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারী ভ্রমন পিপাসু সাংবাদিক এ এইচ ইমরান সার্কভূক্ত দেশ ভ্রমন ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, থাইল্যান্ড ও চীন ভ্রমন করেছেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।