December 22, 2024, 5:12 pm
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

বিশেষ বিমানে ফেরত পাঠানোয় দুবাই সরকারকে ধন্যবাদ জানালেন বাংলাদেশের সাংবাদিক এইচ ইমরান।

১০ মে,২০২০,বিন্দুবাংলা টিভি. কম, আ:হক :
ভ্রমন ভিসায় দুবাই যাবার পর সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক এ এইচ ইমরান করোনার কারনে সেখানে ১ মাস ২০ দিন আটকা পরেন। মঙ্গলবার সকালে দুবাই সরকারের দেওয়া একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌছলে তাকে ১৪ দিনের সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। বতর্মানে ইমরান দেশ ও পরিবারের স্বার্থে আশকোনা হাজী ক্যাম্পে অবস্থান করছেন। গত ১৪ মার্চ ভ্রমনের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত গেলে ২০ মার্চ দেশে ফেরার কথা থাকলেও ১৯ মার্চ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করায় সে আটকা পরেন।

জানা যায়, সাংবাদিক ইমরান ভ্রমন ভিসায় গত ১৪ মার্চ দুবাই যান। এরপর ২০ মার্চ ফেরার কথা থাকলেও করোনার কারণে ১৯ মার্চ থেকে সকল ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েন ইমরান। এসময় ইমরান দুবাই বিজনেস বে এলাকার এসকেপ টাওয়ার হোটেলে ও আবুদাবির সোয়াইন অবস্থান করেন। ৪ মে পর্যন্ত জীবন যুদ্ধে লড়াই করে থাকতে হয়েছে। ২০ মার্চের পর থেকে দেশে ফিরার জন্য বহুবার দুবাই দুতাবাসের সহযোগীতা চেয়ে ও পায়নি। দুতাবাস জানিয়েছে ঢাকার থেকে আদেশ পেলে জানাবেন। তিনি গত ৫ মে মঙ্গলবার ভোরে ঢাকা পৌছান।

সাংবাদিক ইমরান জানান, ২০ মার্চ ফ্লাইট বাতিল হওয়ার পর থেকে হোটেলে একা থাকতে হয়েছে। এসময় বেচে থাকার জন্য মানসিক যুদ্ধে লড়াই করেছি। সে এক বড় বিপদ থেকে দেশে ফিরে এসেছি। ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছি হজ্ব ক্যাম্পে। যাই হোক তারপরও শুকরিয়া মহান সৃষ্টা কর্তার নিকট। ধন্যবাদ জানাই দুবাই সরকারকে বিশেষ বিমানে দেশে ফিরে আসার ব্যবস্থা করায়। সেখান বহু লোক মানবেতর জীবন যাপন করছে। তারা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ সরকার বা দুতাবাস প্রবাসীদের কোনো সহযোগীতা বা খবরই নিচ্ছেন না। এটা দুঃখজনক।

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারী বিশ্ব ভ্রমন পিপাসু সাংবাদিক এ এইচ ইমরান সার্কভূক্ত দেশ ভ্রমন ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীনও UAE ভ্রমন করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা