January 13, 2025, 9:42 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

তিতাসে কোরান অবমাননার দায়ে কথিত পীরের বিচার দাবিতে ইউএনও বরাবর স্বারকলিপি

১১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আলমগীর সরকার, তিতাস : তিতাস উপজেলায় কোরান অবমানোনা করার দাবি করে উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের কতিথ ভন্ড পীর সোহরাব হোসেন আতিকীর বিচারের দাবিতে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্বারকলিপি দিয়েছেন ইত্তেফাকুল মুসলিমিন জিয়ারকান্দি ইউনিয়ন এবং তিতাস-দাউকান্দির আলেম ওলামা ও তৌহিদী জনতা। রোববার (৯ মে) বেলা সাড়ে ১১টায় এই স্বারক লিপি দেন।

স্বারকলিপিতে উল্লেখ করেন সোহরাব হোসেন আতিকী আমাদের ইসলাম ধর্মের বিকৃতিকারী,নিজেকে রাসুল দাবী করে,কলেমার মাঝে রাসূলুল্লাহ(সঃ) জায়গাতে নিজের নাম সংযোজন করে ফেৎনা সৃষ্টি করে এবং নারী-পুরুষ এক সাথে মিলে ইবাদত বন্দেগীর নামে অশ্লিল অসামাজিক কার্য কলাপে নিয়োজিত ব্যক্তি এবং ধর্মের নামে ফেৎনা সৃষ্টির জন্য গ্রামের ও আশ পাশের এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে একাধীকবার বিচার শালিস করেছে, প্রতি বারই তিনি ক্ষমা প্রার্থ করে আর এসব করবেন না বলে, পূণরায় আবার তিনি তার কর্মকান্ড চালিয়ে আসছেন। এমন অবস্থায় এলাকার যুব সমাজকে তাহার ভূল শিক্ষাদান থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় স্বারকলিপি প্রদান করে মানব বন্ধনে উপস্থিত ছিলেন মো. নুরুল ইসলাম নদভী, মাওলানা নাছির উদ্দিন, মুফতি আব্দুল আল মারু, মাওলানা মহসিন, মাওলানা হুসাইন আহমেদ ও মাওলানা হেলাল উদ্দিন। এদিকে পীর সোহরাব হোসেন আতিকীর নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন যারা আমার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং তারা কোরানকে অবমানোনা করেছে। তিনি আরও বলেন আমি কোরানের আলোকে কথা বলি চাইলে আমি প্রমান দেখাতে পারবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা