১৭ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া প্রতিনিধিঃ হোসেন্দী ইউনিয়নে রঘুর চর গ্রামের শাহিনা বেগম, সকাল ৮.০০ ঘটিকায় সময় নদীর পাড়ে হোসেন্দী বিরিজের নিচে গোসল করতে এসে নিখজ হয়ে গেছেন।গোসল করতে আসার সময় তার সাথে তার ছোট ছেলে ছিল।সাথে কাপর নিয়ে আসছিল দোতো করার জন্য। কাপর দোতো করার পর তার ছোট ছেলেকে গোসল করিয়ে কাপরের বল দিয়ে বাসায় পাঠান।আর তিনি বলেদেন বাবা তুই বাসায় গিয়ে কাপর পরোগা আমি গোসল করে আসতেছি।তার পর ১ঘন্টা হয়েগেছে মায়ের বাসায় ফেরার খবর না।তাই ছেলেটা তার ভাইয়েকে নিয়ে নদীর পাড়ে আসেন।এসে দেখে কাপরের আরেকটি বল নদীর পাড়ে। আর মায়ের ওরনাটা পরে আছে।কিন্তু মাকে দেখেনা।তার পর কান্নাকাটি পরে যায়।পড়ে ফায়ার সার্ভিসকে ফোন করে আনা হয়।এবং নদীতে তালাস করা হইতেছে। বিস্তারিত পরের নিউজে
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।