১৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
এমএ কাশেম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার তিতাসের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় এমপি’র মামা মো. সাজ্জাদ হোসেন সিকদারের ব্যক্তিগত অর্থায়নে ১হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি’র নির্দেশে এবং উত্তর জেলা আ’লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকারের পরামর্শে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
গাজীপুর খান বহুমূখী হাইস্কুল এন্ড কলেজ মাঠে ১৮মে সোমবার সকালে করোনা ভাইরাসের ফলে গৃহবন্দি হয়ে পরা দিনমুজুর ও কর্মহীন ১ হাজার অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় মোবাইল ফোনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী সিআইপি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া, উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ ফকির, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজেসবক মো. নুর নবী চেয়ারম্যান, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. নাছির উদ্দিন, নারান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সালাহ উদ্দিন, জগতপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, উপজেলা যুবলীগ নেতা মো. ইব্রাহিম সরকার, বলরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মনিরুল ইসলামের সুযোগ্য উত্তরসুরী মো. সাজ্জাদ হোসেন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজমুল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কড়িকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু ইউসূফ চিশতি, মজিদপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. মোস্তাক আহমেদ, সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বাবুল ভূইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব হোসেন সায়মন সিকদার, মো. পরশ সরকার প্রমূখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।