January 15, 2025, 4:44 am

হোমনা – মেঘনাবাসীর ঈদ উদযাপনে এ এসপি ফজলুল করিমের নির্দেশনা

২৩ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার :কুমিল্লার হোমনা – মেঘনা উপজেলা বাসীর জন্য ঈদ উদযাপনে এ এস পি ফজলুল করিম সামজিক যোগাযোগ মাধ্যমে নির্দেশনা জারী করেছেন। হোমনা সার্কেল ফেসবুক আইডি থেকে নেওয়া নির্দেশনা গুলো ছিলো এমন :

প্রিয়
হোমনা-মেঘনাবাসী
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ নিজ নিজ এলাকার মসজিদে আদায় করুন।

১.জায়নামাজ সংগে নিয়ে আসুন!
২.মাস্ক /হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন।
৩.স্যানিটাইজার সাথে রাখুন।
৪. সামাজিক দুরত্ব বজায় রাখুন।
৫.ওযু বাড়ি থেকে করে আসুন।
৬.কোলাকুলি করা থেকে বিরত থাকুন।
৭. নামাজ শেষে বাহিরে ঘোরাঘুরি থেকে বিরত থাকুন।
৮. আপনার সন্তানেরা বাইক / মোটর সাইকেল নিয়ে বাহিরে যেন আনন্দ ভ্রমণে বের না হয় তা নিশ্চিত করুন।

আপনার সচেতনতায় আপনাকে, আপনার পরিবারকে, সমাজকে, প্রিয় মাতৃভূমিকে নিরাপদ রাখতে পারে।

“সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক “


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা