May 25, 2025, 11:09 am
সর্বশেষ:
মেঘনা বিএনপি পূর্বের তুলনায় বেশি সু সংগঠিত হওয়ার পূর্বাভাস মেঘনায় জেগেছে ছাত্রদল ৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঠাকুরগাঁও হরিপুরে এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ

২৯ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে রিমা (৭) নামে এক কন্যাশিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল ২৮ মে বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশি হরিপুর উপজেলার বকুয়া (কাসুয়াপাড়া) গ্রামের আব্দুল বারেকের বাসার মেঝে থেকে শিশু রিমার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় শিশু রিমার বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে সন্ধ্যায় প্রতিবেশি আব্দুল বারেকের ছেলে রাজুর নাম উল্লেখ্যসহ ৪ জনের বিরুদ্ধে হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পরিবারের বরাদ দিয়ে পুলিশ জানায়, গতকাল সকালে নাস্তা খেয়ে বাড়ি থেকে শিশুকন্যা রিমা বের হয়। রিমাকে ৩-৪ ঘন্টা ধরে তার বাবা-মা বাসায় দেখতে না পেয়ে প্রতিবেশীদের বাড়ি ও আশে-পাশে খোঁজাখুজি করে। পরে দুপুরে প্রতিবেশী আব্দুল বারেকের তালাবদ্ধ টিনসেট ঘরের মেঝেতে রিমার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি হরিপুর থানা পুলিশকে অবহিত করলে তৎক্ষনিকভাবে হরিপুর থানার ওসি আমিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
হরিপুর থানার ওসি আমিরুজ্জামান হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা চেস্টা করছি এজাহারভুক্ত আসামীদের গ্রেফতার করতে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে। তারপর বলা যাবে মেয়েটির হত্যার কারন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা