২৯ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নতুন করে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গজারিয়া উপজেলাতে করোনা রোগীর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। তাদের মধ্যে ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
শুক্রবার (২৯ মে) বিকালে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসলিমা আনাম বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩জনে। এদের মধ্যে
ভবেরচর ইউনিয়নের দুই জন ও বালুয়াকান্দি ইউনিয়নে একজন। তবে উপজেলায় করোনা আক্রান্ত ৭৮ জনের মধ্যে ১২ জনই সুস্থ হয়ে ফিরেছেন। বাকি রয়েছেন ৬৬ ছয়জন। এদের সবাই আইসোলেশনে রয়েছেন বলে জানান।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।