April 28, 2025, 2:23 pm
সর্বশেষ:

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯১১ জন

২ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক : দেশে একদিনে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭০৯ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৯১১ জন। ফলে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৫২ হাজার ৪৪৫ জন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ রোগকে কোভিড-১৯ নামকরণ করে গত ১১ ফেব্রুয়ারি এবং কোভিড-১৯ মহামারি হিসেবে ঘোষণা দেয় ১১ মার্চ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা