January 15, 2025, 5:49 pm

গজারিয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম করলো পাষন্ড স্বামী

২০ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া :

মুন্সীগঞ্জের গজারিয়ায় দ্বিতীয় বিয়ের কারণ জানতে চেয়ে প্রতিবাদ জানালে প্রকাশ্যে প্রথম স্ত্রী পারুল বেগম কে রাস্তায় ফেলে তার পাষন্ড স্বামী ইয়াসিন মোল্লা প্রকাশ্যে পিটিয়ে জখম করেছে বলে খবর পাওয়া গেছে।

উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায়
গত ১৯ জুন (শুক্রবার) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুই সন্তানের জননী মোসা. পারুল বেগম জানান, উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মৃত হাফিজ মোল্লার ছেলে অটোরিকশা চালক মো. ইয়াসিন মোল্লার সাথে প্রায় ত্রিশ বছর আগে তার পারিবারিক ভাবে তার বিয়ে হয়।

কিন্তু গত প্রায় ৬ মাস আগে তার স্বামী ইয়াসিন মোল্লা
দ্বিতীয় বিয়ে করেছেন বলে তিনি শুনতে পায়। ওই সময় থেকে সে হোসেন্দী বাজারে একটি বাসা ভাড়া করে দ্বিতীয় স্ত্রী মেওয়া কে নিয়ে থাকা শুরু করেন এবং প্রথম পক্ষের স্ত্রীর পরিবারের খোঁজ খবর নেয়া বন্ধ করে দেয়। দ্বিতীয় বিয়ের কারণ জানতে চেয়ে প্রতিবাদ জানালে শুক্রবার সকালে জামালদী এলাকায় রাস্তায় ফেলে তার পাষন্ড স্বামী ইয়াসিন মোল্লা পিটিয়ে জখম করেছে পারুল বেগম কে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে আসে। অভিযুক্ত ইয়াসিন মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা