• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর মেঘনায় সড়কের ইটচোর ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সেননগর আব্বাসীয়া মাদ্রাসার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন টেলিগ্রাম বিনিয়োগ প্রতারণা: কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার-১

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু’র মৃত্যুতে ড.মোশাররফের শোক

নিজস্ব সংবাদ দাতা / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

২৮ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :

এক সময়ের তুখোড় ছাত্রনেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারী বাবু (৪৯) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মৃত্যুবরণ করেন।
শফিউল বারী বাবু গত কয়েকদিন যাবৎ রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খাঁন মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন । সোমবার দুপুরে হঠাৎ করে তার অক্সিজেন লেভেল মারাত্মকভাবে নিচে নেমে যায়। এতে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। মঙ্গলবার রাত দুইটার দিকে তাকে এ্যাপোলো হাসপাতালের সিসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড.খন্দকার মোশাররফ হোসেনের গভীর শোক ও সমবেদনা প্রকাশ

শফিউল বারী বাবু’র মৃত‌্যু‌তে গভীর শোক প্রকাশ কর‌েছেন,বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন এবং দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। ড.মোশাররফের প্রেস সচিব শাহ আক্তারুজ্জামান এ বার্তা প্রেরণ করেন।
এক শোকবাণীতে ড.মোশাররফ বলেন, বিএনপি নেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ-কর্মী!একজন ত্যাগী ও সাহসী নেতা। দেশ ও জনগণের স্বার্থরক্ষার সকল আন্দোলনে সে ছিল লড়াকু সৈনিক, রেখেছেন বীরোচিত ভূমিকা।
তিনি বলেন, শফিউল বারী ছিলেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী খাঁটি দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো।
আমি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি দোয়া করছি- আল্লাহ যেন মরহুম শফিউল বারী বাবু’কে ক্ষমা করে দেন,
তার সেবাধর্মী কাজগুলো যেন ইবাদত হিসেবে গ্রহণ করেন এবং তাকে বেহেশতের মেহমান হিসাবে কবুল করে নেন। আমিন!

ড.খন্দকার মারুফ হোসেনের
গভীর শোক প্রকাশ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন এক শোকবার্তায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু’র মৃত‌্যু‌তে গভীর শোক প্রকাশ কর‌েছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন