২৮ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আলমগীর সরকার, তিতাস :
কুমিল্লার তিতাস উপজেলার ২নং জগতপুর ইউপি চেয়ারম্যান মুজবুর রহমানকেসমারধর করে মাথা ফাটানোর ঘটনায় উপজেলা যুবলীগ নেতাকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ করে আরো ২০/২৫জনকে অজ্ঞাত করে মামলা করেছে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য।
মামলার রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক(তদন্ত) শহিদুল ইসলাম। তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মুকবুল মাহমুদ প্রধানকে ১নং ও জগতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে ২নং আসামী করে ১০জনের নাম উল্লেখ করে এবং ২০/২৫জনকে অজ্ঞাত রেখে আহত ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন।
উল্লেখ্য আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রোববার দুপুরে উপজেলার সৎমেহের বিবির বাজারে অস্থায়ী পশুর হাঁটে আসলী তোলাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানকে এ মারধরের ঘটনা ঘটে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।