May 4, 2024, 9:42 pm
সর্বশেষ:
মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় উপজেলা তাঁতী লীগের সাধান সম্পাদক গুরুতর আহত

২৫ সেপ্টেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন।
আহত মো. জুয়েল রানা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি
হোসেন্দী ইউনিয়নের চর বলাকী ফয়জুল বেপারী ছেলে।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার
হোসেন্দী ইউনিয়নের চর বলাকী বাজারে
এঘটনা ঘটে।
আহতের বড় ভাই মােঃ মানিক মিয়া জানান, জুয়েল রানা চর বলাকী বাজারে সিমেন্টের ব্যবসা করে। তাঁতী লীগের রাজনীতির সঙ্গে সে সম্পৃক্ত। বৃহস্পতিবার তার ছোট ভাই
বাড়ী হইতে হেঁটে দোকানে যাওয়ার পথে চর বলাকী বাজারে হাতেম বেপারীর মুদির দোকানের সামনে পৌছানাে মাত্রই স্থানীয় সন্ত্রাসী বিএনপি’র ক্যাডার সুমন মিয়া পিতা – মােঃ ফিরােজ মিয়া, মােঃ আল আমিন, পিতা মৃতঃ সিরাজ মিয়া সহ অজ্ঞাত ৫ থেকে ৬জন
ধারালো অস্ত্র দিয়ে জুয়েল রানা ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সন্ত্রাসীরা চলে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে গজারিয়া উপজেলা তাঁতী লীগের সভাপতি মো: মনিরুজ্জামান তালুকদার তপন বলেন, জুয়েল রানার ওপর হামলাকারী সুমন মিয়া, মােঃ আল আমিন
বিএনপি’র ক্যাডার চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকার মানুষের ওপর দীর্ঘদিন নির্যাতন চালিয়ে আসছে।
আহত জুয়েল রানা বলেন, দীর্ঘ দিন ধরে
সুমন মিয়া, মােঃ আল আমিন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেওয়া তার ওপর অতর্কিত হামলা চালায়।

এদিকে উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা গুরুতর আহতর খবর পেয়ে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা হাজী আক্তার হোসেন তাকে দেখতে হাসপাতালে যায় এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত ওসি
ইন্সপেক্টর তদন্ত মামুন আল রশিদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা