January 17, 2025, 6:02 am

গজারিয়ায় স্ত্রীকে নির্যাতন শেষে হত্যা চেষ্টায় ফাঁসিতে ঝুলানোর অপরাধে স্বামীকে পুলিশে দিল জনতা

৫ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই সন্তানের জননী কে যৌতুকের দাবিতে মারধুর শেষে হত্যা চেষ্টায় নিজের ঘরে ফাঁসিত ঝুলানোর অপরাধে নরপশু মাদকাসক্ত স্বামী কে পুলিশে ধরিয়ে দিল স্থানীয় এলাকাবাসী।
রবিবার ৪ অক্টোবর বিকালে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন চরচাষী এলাকায় ভাড়া থাকা জম্মু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত নরপশু স্বামী একই ইউনিয়ন দতেরচর গ্রামের আমির হোসেনের ছেলে রোবেল (৩০)। জানাযায় একই গ্রামের দিন মজুর কাজে নিয়োজিত এক অসহায় পরিবারের মেয়ে সুমি আক্তার (২৫) কে তিন বছর আগে নিজের পছন্দেই বিয়ে করেছে মাদকাসক্ত রোবেল। সুমি আক্তারের মা জানান দুই এক দিন পর পর রোবেল আমার মেয়েকে মারপিট করে যৌতুকের টাকা চায়। আমরা দিন এনে দিন খাই। গত শনিবার বিকালে রোবেল ভাড়া থাকা বাসায় আমার মেয়ে সুমি কে একাধিকবার মারপিট করে অঞ্জান অবস্থায় মেরে ফেলার উদ্দেশ্যে নিজের ঘরে ফাঁসিতে ঝুলিয়েছে। সংবাদ পেয়ে আমার বড় মেয়ে লাকী ও ছেলে রকিব সহ স্থানীয় কতিপয় লোক গিয়ে ফাঁসিতে ঝুলানো অবস্থা থেকে উদ্ধার করেছি মেয়ে সুমি আক্তার কে। সুমি আক্তারের ভাই রকির জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে সুমিকে। রোবেল ও তার ভগনিপতি আমজাদ ঢাকা না নিয়ে রাতে বাড়িতে নিয়ে এসেছে সুমিকে। রবিবার বিকালে সুমির অবস্থা অবনতি হলে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় পুলিশে দিয়েছে রোবেলকে।একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জম্মু মেম্বার, স্থানীয় মাতবর মিলন ও হাশেম জানান কয়েকদিন পর পর নেশাখোর রোবেল মেয়েটিকে মারধুর করেছে। গত শনিবার বিকালে রোবেল ঘরে থাকা অবস্থায় সুমি ফাঁসি দিতে পারে না। মারপিট করে আহত অবস্থায় ফাঁসিতে ঝুলিয়েছে রোবেল। অভিযুক্ত স্বামী রোবেল জানান ভুল করেছে। এবার ক্ষমা করলে সুমিকে ভালো চিকিৎসায় যত টাকা লাগবে তার ব্যবস্থা করবে নিজে।
গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত ওসি মামুনুর রশিদ জানান সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্ত রোবেলকে থানায় নিয়ে এসেছে। আহত সুমি আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা