২৯ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাংগাইলঃ
“মেয়ে আমি সমানে সমান অনলাইন স্বাধীনতা” এই স্লোগান কে সমানে রেখে গত ২৭/১০/২০২০ তারিখ ইং জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশের ৬৪ জেলায় পালিত হয়েছে গালর্স টেকওভার ২০২০।
তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)এর পৃষ্ঠপোষকতায় টাংগাইলে পালিত হয়েছে দিনটি।
আন্তর্জাতিক সংস্থা প্লান ইন্টারন্যাশনাল,ইয়েস বাংলাদেশ,ইয়োথ ফর চেঞ্জ,আইন ও সালিস কেন্দ্র ও সুইডেন এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে এনসিটিএফ টাংগাইল।
অনুষ্ঠানে টাংগাইলের মেয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)এর চাইল্ড পার্লামেন্ট ইসরাত জাহান ঐশী শিশুদের পক্ষ থেকে ১ ঘন্টার জন্য প্রতিকী মহিলা সংস্থা টাংগাইল জেলার কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা সংস্থার চেয়ারম্যান মিনু আনোহলী,মহিলা সংস্থা টাংগাইল জেলার কর্মকর্তা নিলুফা ইয়াসমিন এবং অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনসিটিএফ টাংগাইল জেলার ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার নুসরাত হাসান।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।