প্রায় ৮ কোটি টাকা আত্মসাতের মামলায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. তাসলিম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা কার্যালয়-১-এর সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।
কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, মো. তাসলিম সরকারের বিরুদ্ধে ব্যাংকের দায়ের করা ৮ কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে রমনা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে নেওয়া হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।