০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট
বরিশালের গৌরনদী উপজেলার আলোচিত সেই নববধূ এবার পঙ্গু স্বামীকে রক্ষায় নিজ জন্মদাতা বাবার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রোববার (৮ নভেম্বর) রাতে গৌরনদী মডেল থানায় তিনি (নববধূ) ডায়েরি করেন।
ডায়েরিতে ওই নববধূ উল্লেখ করেন, গত দুই বছর যাবৎ প্রেমের সম্পর্কের পর উপজেলার পশ্চিম বার্থী গ্রামের বিজয় রায়ের পুত্র লিটন রায়কে (এক পা বিহীন) গত ২২ অক্টোবর কালী মন্দিরে উপস্থিত হয়ে ও নোটারী পাবলিকের (কোর্ট ম্যারিজ) মাধ্যমে বিয়ে করেন ওই নববধূ।
পরবর্তীতে বিয়ের বিষয়টি গোপন রেখে তার (নববধূ) স্বামী পঙ্গু লিটন রায়কে হয়রানির উদ্দেশ্যে নববধূর বাবা অসিম সোম থানায় একটি মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ডায়েরির বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।