May 3, 2024, 6:13 am
সর্বশেষ:
মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

বিয়ের প্রলোভনে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের পর জিম্মি করে টাকা দাবি

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের পর জিম্মি করে টাকা দাবির অভিযোগে সবুজ দেবনাথ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী মুসলিম ধর্মাবলম্বী ওই শিক্ষিকা বাদি হয়ে লিখিত অভিযোগ দায়েরের পর সনাতন ধর্মাবলম্বী লম্পট যুবক সবুজকে পুলিশ গ্রেফতার করে।

আটককৃত সবুজ দেবনাথ বন্দর ফায়ার সার্ভিস গলির বাসিন্দা স্বপন দেবনাথের ছেলে।

ভুক্তভোগী ওই শিক্ষিকার অভিযোগ, প্রায় দেড় বছর আগে তার বড় ভাইয়ের বন্ধু সবুজের সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে সবুজ তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে দেড় বছর যাবত ধর্ষণ করেছে এবং বিষয়টি ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে জিম্মি করে তার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি তার কিছু আপত্তিকর ছবিও সবুজ তার মুঠোফোনে সংরক্ষণ করে রেখে দেয়। কিন্তু বারবার বিয়ে করার কথা বলার পরও সবুজ তাকে বিয়ে না করায় পারিবারিকভাবে তার অন্যত্র বিয়ে হয়ে যায়। যার ফলে সবুজ তার স্বামীর মুঠোফোনে সেই আপত্তিকর ছবিগুলো পাঠিয়ে দেয়। এতে তার সংসারে অশান্তি সৃষ্টি হয়। লম্পট সবুজ এসব আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকাও দাবি করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইঁয়া বলেন, বাদির লিখিত অভিযোগের প্রেক্ষিতে আসামী সবুজ দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা