January 18, 2025, 11:06 am
সর্বশেষ:

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম‌্যমাণ আদালতের দেড় লাখ টাকা অর্থদণ্ড

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম‌্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যক্তিকে ৫১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার ৯ উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) হায়াত উদ-দৌলা খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি হায়াত উদ-দৌলা খাঁন জানান, মেয়াদোত্তীর্ণ ও মাত্রাতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব‍্য বিক্রয়, বৈধ লাইসেন্স ব্যতীত হাসপাতাল পরিচালনা, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ও পূর্ব-ব্যবহৃত সরঞ্জাম ব‍্যবহার প্রভৃতি নানাবিধ অপরাধে ভ্রাম‌্যমাণ আদালতের অভিযানে ৩ হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৬  ব্যক্তিকে জরিমানা করা হয়। এসময় অভিযুক্তদের সর্বমোট ৫১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রামে  অবৈধভাবে কৃষি জমি নষ্ট করে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ২ জন ব‍্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা