১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রাম মহানগরীর নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির পৌনে ৯ লাখ টাকার বেশি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বাকলিয়া থানা পুলিশের একটি দল নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ৪নং সড়কের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. নেজাম উদ্দীন পুলিশ জানান, ঢাকায় ইয়াবা বিক্রি করে চট্টগ্রাম হয়ে টেকনাফ যাওয়ার পথে বাকলিয়া থানা এলাকা প্রথমে এক ইয়াবা চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবাসিক এলাকার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। ওই ফ্ল্যাট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তখন সেখান থেকে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাসুদ ফোরকান, ফোরকানের স্ত্রী শামীম আরা সুমি, মোবারক হোসেন ও মো. রাসেল বলে জানান ওসি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।