January 19, 2025, 2:43 am
সর্বশেষ:

ডেমরায় ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারি বিভাগ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।

গ্রেপ্তারকৃত দু’জন হলেন- মো. সোহেল (২৪) ও মোছা. শিরিনা আক্তার ওরফে শারমিন (৩৮)।

ডিসি মো. ওয়ালিদ হোসেন জানান, গোপন সংবাদের শুক্রবার (১৪ নভেম্বর) ডেমরা থানার আমুলিয়া রোডে অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। গাঁজাগুলো তারা বিক্রি ও সরবরাহের জন্য ঢাকায় নিয়ে এসেছিলেন। আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা