May 2, 2024, 10:23 am
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

আশুলিয়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সাভারের আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক শাখার এক নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে এক জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।শনিবার (১৪ নভেম্বর) রাতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী জমি ব্যবসায়ী আনোয়ার হোসেন।

অভিযুক্ত আকবর হোসেন মৃধা জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা অঞ্চল শাখার সভাপতি বলে নিজেকে দাবি করেন। তিনি আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার মৃত আলতাব হোসেন মৃধার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জমি ব্যবসায়ী আনোয়ার হোসেন আশুলিয়ার শিমুলতলা এলাকায় বসবাস করে জমি বিকিকিনির ব্যবসা করেন। শ্রমিকলীগ নেতা আকবর হোসেন মৃধাও একই এলাকার বাসিন্দা। তবে তিনি প্রভাবশালী, ভূমি দস্যু ও খারাপ প্রকৃতির লোক। দীর্ঘ দিন ধরেই আকবর মৃধা ওই ব্যবসায়ীকে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে চাপ প্রয়োগ করে আসছিল। এতে রাজি না হওয়ায় আজু দুপুরে মৃধার লোক নুর নবী আমাকে ফোন করে ডেকে নেয়। আমি সরল বিশ্বাসে মৃধার ঝুট গোডাউনের কাছে গেলে মৃধা ও তার লোকজন ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। এসময় তার এলাকায় থেকে ব্যবসা করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান মৃধা। এতে প্রতিবাদ করলে মৃধাসহ ৫-৭জন তাকে এলোপাথারি কিল-ঘুষি মারতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তাদের কবল থেকে পালিয়ে যান তিনি। পরে রাতে আশুলিয়া থানায় আকবর হোসেন মৃধা ও তার লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগের ব্যাপারে আকবর হোসেন মৃধা  বলেন, এটা সম্পূর্ণ অসত্য ব্যাপার। যদি এটার কোন অভিযোগ কইরা থাকে থানা অবশ্যই দেখবে। এগুলা সম্পূর্ণ বানোয়াট। প্রলুব্ধ হইয়া অন্য জায়গায় থাইকা তারা এগুলা করতাছে। আপনি কালকে আইসেন তারপরে আপনাকে বলবো। ফোনে এগুলা বলা যাবে না।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম  জানান, চাঁদার জন্য আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পেয়েছেন। তবে রাত বেশী হয়ে যাওয়ায় তদন্তে যেতে পারেননি। তদন্ত করে এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা