May 3, 2024, 10:59 am
সর্বশেষ:
মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ২

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই জনকে আটক করেছে পুলিশ।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ‌্য নিশ্চিত করেন।

এর আগে রাজশাহী মহানগরীর আলিফ লাম-মিম ভাটার মোড় থেকে রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে তাদের গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- আরাফাত ইসলাম রুষ্ট ও মোয়াজ্জেম হোসেন রাজু। তাদের কাছ থেকে নকল আইডি কার্ড, খেলনা পিস্তল, চাকু, ওয়াকিটকি ও রশি পাওয়া গেছে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, রাত ১২টার দিকে আলিফ লাম-মিম ভাটার কাছে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় দুই জনকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে তারা স্বীকার করে দুজনের কেউ সেনাবাহিনীর সদস্য নন। পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো।

ওসি আরও জানান, তারা সেনাবাহিনীর বিভিন্ন কর্মসূচির ছবি এডিট করে সেখানে নিজেদের ছবি বসিয়ে প্রতারণা করে আসছিল। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা