১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া ভবেরচর ইউনিয়ন এর ভবেরচর বাজার। একটি স্বনামধন্য বহু পুরাতন প্রচলিত বাজার বহুকাল থেকেই এই বাজারের অনেক সুনাম শুনে আসছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল এই ভবেরচর বাজার এর পরিবেশ দেখলে হয়তো আপনারা এখন বিশমিত হয়ে যাবেন ভাববেন এটা কোন বাজার নাকি ময়লা-আবর্জনার নর্দমার এক বিশাল অভয়ারণ্য। এই বাজারের চারপাশ পর্যবেক্ষণ করে দেখা যায় কোন স্থান পাওয়া যায়নি যেখানে খান খনন দূষিত ময়লা-আবর্জনা নেই।
প্রায় ৪ বছর আগে সরকারি অনুদানে বাজারে কর্মরত এবং ক্রেতা সাধারণ জনগণের জন্য কয়েক লক্ষাধিক টাকা ব্যয় করে নির্মাণ করা হয় এই টয়লেটটি এখন সম্পূর্ণটাই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছ। একাধিক জনসাধারণের অভিযোগ টয়লেটের সামনে একাধিক মুরগির দোকান -মুরগির ব্যবসায়ীদের নাড়িভুঁড়ি সকল সামনে ফেলে সে জন্য বাজারের ব্যবসায়ী এবং জনসাধারণের টয়লেটে যেতে পারে না।এমত অবস্থায় জনগণের স্বার্থে এই বাজারটির প্রতি সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তর ও গজারিয়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।