• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

প্রাথমিকের শিক্ষিকা ধর্ষণের শিকার

নিজস্ব সংবাদ দাতা / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

২২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাথমিকের এক সহকারী শিক্ষিকা ধর্ষণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষক বিপুল কুমার বাড়ৈর বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বিপুল কুমার বাড়ৈ বর্তমানে মাদারীপুরের মুকসুদপুর উপজেলায় কর্মরত আছেন।

মামলার প্রধান সাক্ষী হলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কৃষ্ণ প্রষাদ মজুমদার।

বাদীর আরজি মতে, গত ২৫ জুলাই রাতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলার পশ্চিমপাড় কলেজের দক্ষিণ পাশে মামলার বাদির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষণের শিকার প্রাথমিকের সহকারী স্কুল শিক্ষিকা বাদি হয়ে সোমবার (২ নভেম্বর) গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি ধর্ষণের পিটিশন করেন, যাহার নং ২৯১ তারিখ ২/১১/২০২০ইং।

পিটিশনে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাতপাড় গ্রামের বিনোদ চন্দ্র বাড়ৈর ছেলে ও মুকসুদপুর উপজেলায় কর্মরত প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষক বিপুল কুমার বাড়ৈকে (৪০) আসামি করা হয় এবং কলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ প্রষাদ মজুমদারকে প্রধান সাক্ষী করা হয় এবং সাক্ষীরা ঘটনা প্রমাণ করিবেন বলে তার আরজিতে উল্লেখ করেন।

মামলার বিবরণে জানা গেছে, আদালত বাদির পিটশনটি আমলে নিয়ে একটি নিয়মিত মামলা হিসেবে রুজু করতে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিলে অফিসার ইনচার্জ শনিবার (৭ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ সনের ৩ এর ৯ (১) ধারায় একটি মামলা রুজু করেন। কোটালীপাড়া থানার মামলা নং ৩।

এ ব্যাপারে মামলার প্রধান সাক্ষী কৃষ্ণ প্রষাদ মজুমদার রোববার বলেন, ধর্ষণের আমি কিছুই জানি না এবং আমাকে না জানিয়েই মামলায় সাক্ষী রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন