১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ইউনিয়নে ছোট রায়পাড়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরীফ হোসেনের বাড়িতে গিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জুয়েল প্রধান চক্র চাঁদা দাবীর অভিযোগে জুয়েল প্রধান কে আটক করেছে গজারিয়া থানা পুলিশ । আটক জুয়েল প্রদান বালুয়াকান্দি তেতৈতলা গ্রামের মৃত গিয়াসউদ্দিন প্রধানের ছেলে এবং বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন প্রদানের ছোট ভাই ।
গজারিয়া থানা ইনচার্জ মোঃ রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন , চাঁদাবাজি মামলার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে প্রধান আসামি জুয়েল প্রধান কে তেতৈতলা এলাকায় আনোয়ার সিমেন্ট কোম্পানির সংলগ্ন একটি চার দোকান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । তিনি আরো জানান জুয়েল প্রধানের বিরুদ্ধে গজারিয়া থানায় একাধিক মামলা রয়েছে ।গত শুক্রবার সন্ধ্যায় ছোট রায়পাড়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি শরীফ হোসেন এর কাছে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই চাঁদাবাজি মামলা করেছেন বাদী শরীফ হোসেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।