৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ৪৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের স্মৃতি সংসদ আয়োজনে বুধবার সকালে শহীদ নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সভা করা হয়।
আলোচনা সভায় সাবেক পরিচালক ,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় , মোহাম্মদ হাফিজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নাকি খোকন, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার তানেস উদ্দীন,মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম প্রমুখ ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।