November 25, 2024, 8:19 pm

চতুর্থ দিনের মতো ফুলবাড়িয়া মার্কেটে অভিযান

১৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর ফুলবাড়িয়ার তিনটি মার্কেটের রাস্তা দখল করে তৈরি করা অবৈধ দোকান উচ্ছেদে চতুর্থ দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিটি করপোরশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।

সূত্র জানায়, সিটি করপোরশন মালিকানাধীন এই মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত বা অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাটা-চলার পথ, টয়লেট, লিফটের জায়গা, ফুটপাতে করা হয়েছে। তাই ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে গত মঙ্গলবার থেকে এই মার্কেটে অভিযান চলছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ইতোমধ্যে দুই-তৃতীয়াংশ অবৈধ দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো কয়েকদিন এই মার্কেটে অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা