April 30, 2024, 9:03 pm
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

চীনের উদ্দেশে মুন্সীগঞ্জ ছাড়লো ভাসমান ক্রেন তিয়াইন ইয়ো

১৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পদ্মাসেতুর স্প্যান বসানো শেষ। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সেতুতে সর্বশেষ ৪১তম স্প্যান বসানো হয়। এখন ৬.১৫ কিলোমিটারের পুরো সেতু দৃশ্যমান।

স্প্যান বসানো শেষ হওয়ায় ভাসমান ক্রেন তিয়াইন-ইয়োর আর প্রয়োজন নেই। তাই আজ রোববার (১৩ ডিসেম্বর) সকালে ক্রেনটি পদ্মাসেতু প্রকল্প এলাকা ছেড়ে চীনের উদ্দেশে রওনা হয়েছে।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেওয়ান মো. আব্দুল কাদের জানান, সকালে ক্রেনটি সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে মুন্সীগঞ্জের মাওয়া থেকে রওনা হয়েছে। চট্টগ্রাম বন্দরে থেকে সেটি হংকং হয়ে চীনে পাড়ি জমাবে।

তিনি আরও জানান, মাওয়া থেকে চট্রগ্রাম পর্যন্ত ক্রেনের যাত্রাপথে নিরাপত্তায় থাকবে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। সেখান থেকে কাস্টমস ক্লিয়ারেন্স শেষে বড় জাহাজে করে হংকংয়ে নিয়ে যাওযা হবে। হংকংয়ে পৌঁছাতে এক মাসের বেশি সময় লাগবে।

চীনে তৈরি ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার বিশেষ ধরনের এই ভাসমান ক্রেনের দাম আড়াই হাজার কোটি টাকা। ২০১৭ সালের মার্চ মাসে ক্রেনটি পদ্মাসেতু প্রকল্পের জন্য আনা হয়। সেই বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান থেকে গত ১০ ডিসেম্বর পর্যন্ত সেতুর ৪২টি পিয়ারে ৪১টি স্প্যান বসানোর কাজে ব্যবহৃত হয় ক্রেনটি। এটি ব্যবহারে প্রতি মাসে খরচ পড়েছে ৩০ লাখ টাকা। অর্থাৎ পদ্মাসেতু প্রকল্পে ক্রেনটি ব্যবহারে গত ৪৫ মাসে খরচ হয়েছে সাড়ে ১৩ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা