১৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল সদর প্রতিনিধিঃ
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা(অসকস)টাংগাইল জেলা শাখার উদ্যোগে বিজয় দিবস পালিত হয়েছে। (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৭ ঘটিকার সময় অসকস টাংগাইল এর পক্ষ থেকে শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালি করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা(অসকস)টাংগাইল জেলা শাখার সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন অসকস টাংগাইল জেলার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিকী, জেলা সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মোবাইদুল হোসেন, উপজেলা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম প্রকল্প বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন, যুগ্ম অর্থ সম্পাদক বাবুল হোসেন, নাগরপুর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, সদর উপজেলা সভাপতি হাবিবুল্লাহ আজমত, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন, বাসাইল উপজেলা সভাপতি ইসহাক আলী প্রমুখ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।