২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মেঘনা থানা থেকে গরু চুরি করে পালানোর সময় গরুসহ এক চোরকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। আটককৃতের নাম মোহাম্মদ আলী(২৫)। সে কুমিল্লার মেঘনা উপজেলার টিটিরচর গ্রামের মৃত হইজ্জা মিয়া ছেলে বলে জানা গেছে। গজারিয়া থানার এসআই নুরুল হক জানান, আজ( মঙ্গলবার) ভোরে ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এক ব্যক্তিকে গরু নিয়ে যেতে দেখলে সন্দেহ হয় তাদের। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থামতে বলা হলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে এসময় তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে গরুটি চুরি করে এনেছে।
এদিকে খবর নিয়ে জানা গেছে, সোমবার মধ্যরাতে মেঘনা উপজেলার সাতানি গ্রামের সোহরাব হোসেনের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। গতকাল রাতে তারা গরুটির খোঁজ শুরু করেন। এদিকে আজ সকালে গজারিয়া থানায় গরু চোর আটকের খবরে তারা ছুটে আসেন এবং গরুটি তাদের বলে নিশ্চিত করেন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান,চোর এবং গরু বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। ঘটনা যেহেতু মেঘনা থানার সেহেতু মামলা সেখানে হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।