January 22, 2025, 6:50 am

গণপরিবহনে অচিরেই শৃঙ্খলা ফিরবে: দুই মেয়র

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাস রুট রেশনালাইজেশনের আওতায় চারটি স্পটে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ হলে অচিরেই মহানগরীর যানজট নিরসন হবে বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র।

বুধবার (২৩ ডিসেম্বর) সাভারের বিরুলিয়ায় ইউনিয়নের বাটুলিয়া পাড়া ও হেমায়েতপুর বাস স্ট্যান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মহাখালী বাস টার্মিনালে বর্তমানে তিনটি জেলার বাস আসছে। যে কারণে মহাখালী এলাকায় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা দুই মেয়র এক সঙ্গে বের হয়েছি। মহাখালীর জন্য আমরা বিরুলিয়ার বাটুলিয়া ও গাবতলীর জন্য হেমায়েতপুর এলাকা দেখেছি। শহরের বাস গাবতলীতে ও আন্তঃজেলার বাস হেমায়েতপুরে থাকবে। সেজন্য আমরা পরিবহন মালিক-শ্রমিক ও দুই মেয়র মিলে জায়গাগুলো পরিদর্শন করছি। বাকি দুটি রুটের জন‌্য কেরানিগঞ্জ ও যাত্রাবাড়িতে আমরা যাব।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘হেমায়েতপুর ও বিরুলিয়ায় পরিপূর্ণভাবে টার্মিনাল বাস্তবায়ন হবে। এগুলোর সম্ভবতা যাচাইয়ের ভিত্তিতে আমরা কাজ শুরু করব। আগামী বছর থেকে যদি আমরা বাস্তবায়নে যেতে পারি, তাহলে অচিরেই এর সুফল পাবে ঢাকাবাসী। গণপরিবহন ব্যবস্থা একটি শৃঙ্খলায় আসবে।’

তিনি বলেন, ‘ঢাকা সমন্বয় পরিবহন কর্তৃপক্ষের আওতায় কয়েকটি সভা করেছি। গণপরিবহনকে সম্পূর্ণ একটি শৃঙ্খলার ভেতরে আনার কর্যক্রম হাতে নিয়েছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ও উত্তর সিটি করপোরেশন এ ব্যাপারে কার্যকরি উদ্দ্যোগ গ্রহণ করেছে। তারই ফলশ্রুতিতে আমরা আজ দুটি জায়গা পরিদর্শন করলাম। বিরুলিয়ার বাটুলিয়াপাড়া ও হেমায়েতপুর পরিদর্শন করেছি এরপর আমরা ভাটারচর, কেরানিগঞ্জ ও কাঁচপুরের দুটি স্থান পরিদর্শন করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই দুটি জায়গায় পছন্দ হয়েছে। তবে অনেক প্রতিকূলতা রয়েছে। এই কাজ ৪৯ বছরেরও হয়নি। আমরা দৃঢ়তার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে চলেছি। অচিরেই এই উদ্যোগ বাস্তবতা পাবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা