২৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার হল রুমে উপজেলা চেয়ারম্যান ও কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ২৮ ডিসেম্বর সকালে মাসিক সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।এসময় হুইপ আতিক পরিবার পরিকল্পনা বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে এ বছর যে পরিমাণে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে তা পূর্বে কখনও হয়নি।
মাসিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ আল মামুন, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, মেডিকেল অফিসার ডাঃ শারমিন রহমান অমি।এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ, উপজেলা প্রকৌশল অফিস, কৃষিসম্প্রসারণ, প্রাণিসম্পদ, যুব উন্নয়ন, বনবিভাগ, পরিবার পরিকল্পনা, সমাজ সেবা ও সরকারী অন্যান্য অফিসের উর্ধতন কর্মকর্তা কর্মচারি এবং শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।