২৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ
টাঙ্গাইল জেলায় আউট অব স্কুল এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২৯ ডিসেম্বর)মঙ্গলবার বেলা ১১ টা সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর যৌথ আয়োজনে অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসন টাঙ্গাইল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইয়ার ডিপার্টমেন্ট। অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃআতাউল গণি এর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃআমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর প্রফেসর ড.আব্দুল হালিম।
কর্মশালার মূল প্রবন্ধ প্রেজেন্টেশন করেন টাঙ্গাইলের সহকারী পরিচালক একে এম বজলুর রশীদ তালুকদার এবং উপস্থাপনের উপর আলোচনা করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান প্রমুখ। বিশেষ অতিথির ভাষণ প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃআবদুল আজিজ,বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি সহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন সেক্টরের আগত ব্যক্তিবর্গ শিশুদের ঝরে পড়া শিক্ষার্থী রোধে এবং শিশুদের কে শিক্ষামুখী করনীয় বিষয় সমূহের উপর উন্মুক্ত আলোচনা করেন। অবশেষে সভাপতির সমাপনী বক্তব্যর মধ্যে দিয়ে অবহিতকরণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।