৩০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি পরীক্ষায় ১৮০টি আসনের বিপরীতে ৪৬৪ জন শিক্ষার্থীর মধ্যে লটারী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুল মাঠে লটারী অনুষ্ঠিত হয়। লটারী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ: রশিদ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান, আরডিও মোশারফ হোসেন, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ সহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।জানাযায়, ১৮০টি আসনের বিপরীতে ৪৮৯টি ফরম বিক্রির মধ্যে ৪৬৪জন প্রার্থী আবেদনপত্র জমাদেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।