July 11, 2025, 11:17 pm
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

তৃতীয়বার বাবা হচ্ছি, এ নিয়ে অবশ্যই রোমাঞ্চিত: সাকিব

০৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রায় আড়াই সপ্তাহ যুক্তরাষ্ট্র থাকার পর দেশে ফিরেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে দেশে ফিরেছেন মা শিরিন আক্তারও।

কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ সময় রোববার (৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করেন তারা।

দেশে এসেই তৃতীয়বার বাবা হওয়ার বিষয়ে মুখ খুলেছেন টাইগার অল-রাউন্ডার। সাকিব বলেন, দুইবার এই অভিজ্ঞতা হয়েছে (হাসি)। এটা নতুন কিছু না। তৃতীয়বার বাবা হচ্ছি এ নিয়ে অবশ্যই রোমাঞ্চিত। সবার কাছে আমি দোয়া চাই, যেন নতুন বাচ্চা সুস্থ-স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে পারে, মা-বাচ্চা দুইজনই সুস্থ থাকতে পারে।

গত ১ জানুয়ারি সাকিব-শিশির দু’জনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় সন্তান আগমনের কথা জানান। শিশিরের বেবি বাম্পের ছবি মুহূর্তেই ভক্ত-সমর্থকদের কাছে ছড়িয়ে পড়ে। তখন থেকেই সাকিব-শিশির দম্পতির তৃতীয় সন্তান নিয়ে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয়।

২০১২ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। গত এপ্রিলে দ্বিতীয়বারের মত বাবা হন সাকিব। সে সময় তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান। এর আগে ২০১৫ সালে সাকিব-শিশির সম্পতির ঘর আলো করে প্রথম সন্তান আলায়না হাসান অব্রির জন্ম হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা