২০ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম , নিজস্ব প্রতিবেদক, মেঘনা : কুমিল্লার মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আফজাল সরকার টিপুর সৌজন্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় । আজ রাধানগর ইউনিয়নের লক্ষনখোলা গ্রামে এ অনুুষ্ঠান হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার , উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় , কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির , উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মজিবুর রহমান , এডিশনাল পিপি অ্যাডভোকেট জালাল আহমেদ , রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সারে সাত কোটি বাঙ্গালির জন্য সারে সাত কোটি কম্বল এনেছি কিন্তু আমার কম্বল নেই এই কথা বলে নেতাকর্মীদের বলেন আজ বঙ্গবন্ধুর অনুসারীরা সারাদেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন। তিনি আরও বলেন আমি মেঘনার ধনাঢ্য ব্যক্তিদের অনুরোধ করছি আপনারাও শীতার্তদের পাশে দাড়ান।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।