২৮ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : নতুন প্রজন্মকে বাঙ্গালির ইতিহাস ঐতিহ্য পিঠাপুলির সাথে পরিচয় করার লক্ষ্যে কুমিল্লা মেঘনা উপজেলায় পিঠা উৎসব পালিত হয়। বুধবার উপজেলা প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি মেনে এ উৎসব পালিত হয়। সকাল থেকে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যেগে উপজেলা প্রাঙ্গনে প্রশাসন ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৫ টি স্টলে দেশীয় হরেক রকমের পিঠার পশরা সাজিয়ে বসেন এ সময় , জনপ্রতিনিধি, প্র্র্র্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক,ব্যক্তি , শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পিঠা উৎসব কে ঘিরে উল্লাসে মেতে উঠেন। এ সময় উৎসব কে ঘিরে গণমাধ্যমের সাথে কথা বলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গাফফার, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন মুন্সি তপন, লুটের চর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সানাউল্লাহ শিকদার। বক্তারা বলেন এই প্রথম মেঘনায় বাঙ্গালির ইতিহাস ঐতিহ্য পিঠাপুলির সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে এই উৎসব পালিত হয় এটি নতুন প্রজন্মকে পিঠার ঐতিহ্য ধরে রাখতে অনুপ্রেরণা যোগাবে এবং এত চমৎকার বাহারী রকমের পিঠা আমাদের সকলেরই ভালো লেগেছে। সবাই প্রশাসনকে ধন্যবাদ জানান এবং পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে উৎসব টির সমাপ্তি ঘটে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।