১০ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি . কম,
মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি স্থান থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে গলা কেটে হত্যা ও স্বামী বিষ খেয়েছে বলে দাবি পুলিশের। ঘটনা উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিনের তিনটি ইউনিট কাজ করছে।
জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম ও তার স্ত্রী আসমা বেগম। হঠাৎ তাদের মরদেহ পরে থাকে সদরের বরুনাগাঁও এলাকায় টাংগন নদীর পারে। স্থানীয়দের কাছ থেকে পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে আজ দুপুরে টাংগন নদী এলাকার পৃথক দুটি স্থানে স্বামী-স্ত্রীর লাশ দুটি উদ্ধারে মাঠে নামে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিনের তিন ইউনিট কাজ করে।
নিহত আসমা বেগমের গলাকাটা লাশ পরে থাকার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসি ছুটে আসেন ঘটনাস্থলে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আইনশৃংখলাবাহিনীকে মুল রহস্য উদঘাটনের দাবি জানান।
আর পুলিশ বলছেন, রহস্য উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিনের সদস্যরা কাজ করছে। কারা এ পেছনে জড়িত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, পুলিশ সদস্যসহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।