May 15, 2024, 10:23 pm
সর্বশেষ:
অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ৪টি পরিবারের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন

১৫ ফেব্রুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের চাপাতি গ্রামে অগ্নিকান্ডে ৪টি পরিবারের সর্বস্ব ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমান নিরুপন করা হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার চাপাতি গ্রামের মকবুল হোসেনের খড়িঘর হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।নিমিষে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে অগ্নিকান্ডে মকবুল ও গিয়াসের কাঁচা বাড়ি এবং রঞ্জু ও হকের পাকা বাড়ি আগুনে পুড়ে নগদ টাকা,হাঁস মুরগী, ধান চাল, কাপড় চোপড় ও বাসন কোসন সহ সর্বস্ব ভস্মিভ’ত হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ও বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ক্ষতির পরিমান ৫ লক্ষ টাকা নিরুপন করলেও ক্ষতি ১০ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত রঞ্জু জানান, অগ্নিকান্ডে তার নগদ ৪২ হাজার টাকা এবং মকবুল হোসেনের ৩০ হাজার টাকা সহ সর্বস্ব ভস্মিভ’ত হয়। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।তবে পারিবারিকভাবে এ অগ্নিকান্ডের জন্য শক্রুতা বশত: কেউ আগুন দিয়েছে বলে দাবি স্থানীয়দের। পঞ্চগড় জেলার উপজেলা বোদা ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা