২৭ ফেব্রুয়ারি ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় মুক্তি যোদ্ধা স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট এট্যাকে স্ত্রীর মৃত্যু হয়। মুক্তিযোদ্ধা মরহুম আলী হোসেনকে প্রশাসন রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন । একই সময়ে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। উপজেলার মানিকার চর ইউনিয়নের মানিকার চর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন (৭৬) গত রাত ৯ টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-রাজিউন)স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রী সাফিয়া বেগম (৬৫)হার্ট এট্যাক করে আজ ভোর ৫ টার দিকে মারা যান (ইন্না -রাজিউন)। তাদের একমাত্র ছেলে মোঃ পারভেজ হোসেন ফারুক এ তথ্য নিশ্চিত করেন। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে এই যুগল এক ছেলে ও দুই মেয়ে সহ নাতি, নাতিন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। যুগলের জানাজা মানিকার চর এল এল উচ্চ মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ১১ টার দিকে অনুষ্ঠিত হয়। জানাজায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, জেলা পরিষদ সদস্য কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, মানিকার চর ইউনিয়নের চেয়ারম্যান হারুনর রশীদ, এমরান হোসেন আকাশ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। জানাজা শেষে যুগলকে মানিকার চর উত্তর পাড়া কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।