গজারিয়ায় জনতার হাতে ধরা পড়ল মোটরসাইকেল চোর

২৭ ফেব্রুয়ারি ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় মিয়াজী তোফাজ্জল হোসেন সুপার কমপ্লেক্স সামনে থাকা অবস্থায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবেরচর বাস ষ্ট্যান্ড এলাকায় অবস্থিত মিয়াজী তোফাজ্জল হোসেন সুপার কমপ্লেক্স থেকে মোটরসাইকেল চুরির সময় জনতা হাতেনাতে চোরকে আটক করেন।
পরে স্থানীয় জনতা উত্তমমাধ্যম দিয়ে গজারিয়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় জনতা চোরকে পুলিশের হাতে তুলে দেন।

ধৃত ব্যক্তি গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী গ্রামের জামাল হোসেনের ছেলে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন জানান, আটক চোর ও উদ্ধারকৃত মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।


Comments

মন্তব্য করুন